Logo
Logo
×

বাংলার মুখ

কালিহাতীর নাগবাড়ি ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আলাউদ্দিনকে সভাপতি ও আয়নাল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. মজিদ তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম