বিভিন্ন স্থানে হানাদারমুক্ত দিবস পালিত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও ও পীরগঞ্জ, বরগুনা এবং গোপালগঞ্জের কোটালীপাড়া পাক হানাদারমুক্ত হয়েছিল। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে এসব স্থানে মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : ঠাকুরগাঁওয়ে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য রমেশ চন্দ্র রায়। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। বরগুনায় শিশু সংগঠন সাগরপাড়ি খেলাঘরের সভাপতি বেবী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল, সাংবাদিক মনির হোসেন কামাল, আইনজীবী সমিতির সম্পাদক সেলিনা খাতুন প্রমুখ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইব্রাহীম খান, উপজেলা আ.লীগ সহসভাপতি কৃষ্ণ মোহন রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদনি বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, বীর মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, সুধারঞ্জন রায়, সহদেব বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
