সৌদিতে সড়কে লাকসামের যুবক নিহত
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লাকসামের এক যুবক নিহত হয়েছেন। সৌদি সময় রোববার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হন। নিহত মাইনুল ইসলাম নয়ন লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের দপ্তরি শাহ আলমের বড় ছেলে।
জানা গেছে, সোমবার কাজে যোগদানের কথা ছিল নয়নের। তাই আগের দিন রাতে রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে মাইক্রোবাসে নয়নসহ ৫ জন রওয়ানা দেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় নয়নের।
স্থানীয় লোকজন জানান, মাইনুল ইসলাম নয়নের বাবা গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। ২ ভাই, ২ বোনসহ ৬ সদস্যের পরিবার। পরিবারের সচ্ছলতা আনতে ১৬ নভেম্বর সৌদি আরবের উদ্দেশে পাড়ি দেন নয়ন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার আর কাজে যোগ দেওয়া হলো না; নিজেই পাড়ি দেন পরপারে।
উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন নয়নের বাবা শাহ আলম। তিনি জানান, নয়নের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
