Logo
Logo
×

বাংলার মুখ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ

বাম জোটের সমাবেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্থানে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে সিলেটে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বক্তারা বলেন, সাময়িক বিদ্যুৎ সংকট সমাধানের কথা বলে গত ১০ বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ ৯০ হাজার টাকা কেন বিশেষ গোষ্ঠীকে দেওয়া হলো জাতি তা জানতে চায়। তারা আরও বলেন, সম্প্র্রতি সরকার বলেছেন, বৈধভাবে মুঠোফোনে এবং ইন্টারনেটে আড়িপাতার যন্ত্র বসানো হবে যা অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা আছে। এই অধিকার লংঘন করলে তা হবে সাইবার অপরাধের শামিল। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। জোটের জেলা সমন্বয়ক ও জেলা বাসদ আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা আহ্বায়ক রেবতী বর্মন, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ মার্কসবাদী জেলা নেতা মাহবুবর রহমান খোকা, বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে জেলা গণসংহতির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে বক্তৃতা করেন জেলা সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুন ইসলাম খান, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মো. জাবের ও বরিশাল বিশ্ববিদ্যালয় আহ্বায়ক জামান কবির। এদিকে সিলেটে বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। জেলা জেএসডির কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো. শফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, জেএসডি নেতা আব্দুল কুদ্দুস, রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রফিক মিয়া, জেএসডি নেতা আব্দুল মুহিত, সাবেক ছাত্রদল নেতা সুমন বাহাদুর, জেএসডি’র জেলা সদস্য মাসুদ আহমদ, বেলায়েত হোসেন, শ্রমিক জোটের সদস্য জুম্মা খান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম