Logo
Logo
×

বাংলার মুখ

পঞ্চগড়ে অনৈতিক কাজের অভিযোগে কনস্টেবল ক্লোজড

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের বোদা থানার অদূরে গরুহাটি এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় শেখ রেজোয়ান আহম্মেদ নামে এক পুলিশ কনস্টেবলকে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার পর তাকে পঞ্চগড় পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আটক পুলিশ কনস্টেবল শেখ রেজোয়ান আহম্মেদের বাড়ি নীলফামারী জেলা সদরে। তিনি ওই এলাকার শেখ শহিদার রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বোদা থানায় কর্মরত ছিলেন। জানা যায়, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গরুহাটি এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক করেন কনস্টেবল শেখ রেজোয়ান। এর জের ধরে তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর সেখানে অনৈতিক সম্পর্কে জড়ালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে ভোরে থানায় হস্তান্তর করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম