আর্থিক অনিয়ম, মিথ্যাচার
হালুয়াঘাট মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত কলেজ গভর্নিং বডির সভায় সব সদস্যের মতামতের ভিত্তিতে সভাপতি ড. আন্দ্রিয় দ্রং তাকে বরখাস্ত করেন। তার বিরুদ্ধে প্রশাসনিক অদক্ষতা, গভর্নিং বডিকে বিভ্রান্ত করা, আর্থিক অনিয়ম, মিথ্যাচার করা এবং শিক্ষকদের অনাস্থা ইত্যাদি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গভর্নিং বডির সভাপতি আন্দ্রিয় দ্রং। এর আগে ওই অধ্যক্ষ কুমিল্লা চৌদ্দগ্রামের বজয়করা স্কুল অ্যান্ড কলেজ থেকেও এসব অভিযোগে চাকরিচ্যুত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
