ঘন কুয়াশায় ফেরি বন্ধ
দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় দুই শতাধিক যানবাহন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘন কুয়াশার কবলে পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে টানা সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
এতে করে দৌলতদিয়া ঘাটে নদী পাড়াপাড়ের অপেক্ষায় দূরপাল্লার বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। এ সময় তীব্র শীত ও কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী, পরিবহণ শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টরা। জানা গেছে, তীব্র ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১১টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দৃষ্টিসীমা শূন্যতে নেমে আসে। এ সময় নদীতে থাকা মার্কার, বিকনো বাতি ও চরগুলোর কিছুই দেখা যাচ্ছিল না।
ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে উভয় পাড়ে আটকা পড়তে থাকে নদী পাড় হতে আসা বিভিন্ন ধরনের যানবাহন। বুধবার সকাল ৮টায় কুয়াশার ঘনত্ব কমে এলে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক নুর আহমেদ ভূঁইয়া জানান, ঘন কুয়াশায় টানা সাড়ে ৮ ঘণ্টা ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে বিভিন্ন ধরনের বহু যানবাহন আটকা পড়েছে।
