চট্টগ্রামে বিমান যাত্রীর পেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে এক কেজি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯ বিমানের যাত্রী সুমন দাশের কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, সকাল সাড়ে ৯টার ফ্লাইটে সুমন দাশ শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। তার গতিবিধি সন্দেহজনক হলে কাস্টম হাউসের কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। এরপর সুমন দাশকে আটক করে স্বর্ণের ৮টি বার বের করা হয়।
