Logo
Logo
×

বাংলার মুখ

গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সমাবেশ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা সদরের উদ্যোগে জেলা শহরে মিছিল ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাসদের গাইবান্ধা জেলা কার্যালয়ে শনিবার এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড মাহবুবর রহমান খোকা, কেন্দ্রীয় সম্পাদক আহসানুল হাবীব সাঈদ, বাসদ মার্কসবাদী জেলা কমিটির কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। কাউন্সিল শেষে সবার সম্মতিতে গদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাদেক লেবুকে সভাপতি ও মাহবুবুর রহমান খোকাকে সম্পাদক, সহসভাপতি কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, অতুল চন্দ্র বর্মণ, ডাক্তার আব্দুল জোব্বার, আব্দুর সাত্তার, অফিজ উদ্দিন, সহকারী সম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল তোতা মিয়া, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পরমানন্দ দাসসহ ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম