চাটমোহরে প্রমথ চৌধুরীর জন্মবার্ষিকী পালন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার চাটমোহরে পালিত হল বীরবল খ্যাত বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর ১৫০তম জন্মবার্ষিকী। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকাল চারটায় উপজেলার হরিপুরে বিখ্যাত এই সাহিত্যিকের পৈতৃক ভিটায় অবস্থিত প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
