কালীগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ
যুবক গ্রেফতার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুষার খান ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান আসাদ জানান, গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ওই নারী শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি মামলায় তুষার খানকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
