Logo
Logo
×

বাংলার মুখ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শপথ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুসহ শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির গৌরবের দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে সারা দেশে কর্মসূচির সূচনা হয়। এছাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংকন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বক্তারা সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শপথ নেন। পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে উন্নয়ন ও অগ্রগ্রতির মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাণীনগরে ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। গাইবান্ধায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর। পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন শ্রদ্ধা জানান। কোম্পানীগঞ্জে বসুরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানান যুগান্তর স্বজন সমাবেশের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের উপদেষ্টা শামছুদ্দিন নোমান, সভাপতি করিমুল হক সাথী, সহ-সভাপতি জামাল উদ্দিন মাসুদ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ইউএনও আনোয়ার হোসাইন পাটোয়ারী। ফুলবাড়ীতে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও রেহেনুমা তারান্নুম, অধ্যক্ষ আমিনুর রহমান রিজু। সাতক্ষীরায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাবনার ফরিদপুরে ইউএনও শিরিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। তারাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও রুবেল রানা, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম। এনায়েতপুরে থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজের সভাপতিত্ব ও সম্পাদক আজগর আলী বিএসসির সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মজিবর রহমান, মফিজ উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন। নাচোলে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ইউএনও নীলূফা সরকার, সহকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান। ব্রাহ্মণপাড়ায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মুহাম্মাদ আবু জাহের ও ইউএনও স ম আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। গোমস্তাপুরে ইউএনও নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। কুড়িগ্রামে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বক্তব্য দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম নগরকান্দায় ইউএনও কাফী বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান। কাউনিয়ায় ইউএনও মহিদুল হকের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন। শাহজাদপুরে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে কবি মমতাজ উদ্দিন শেখের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, পরিচালক শ্যামল দত্ত। কুমারখালীতে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সহকারী কমিশনার আমিরুল আরাফাত। দাউদকান্দিতে ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। বাঘায় ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা ইমরান হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, পৌর মেয়র আক্কাছ আলী, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ। চাটমোহরে পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন সংসদ-সদস্য মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রেদুয়ানুল হালীম। লালপুরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ইউএনও শারমিন আখতার,উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। ফরিদগঞ্জে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। আরও ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরও ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। নাঙ্গলকোটে কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া, পৌর মেয়র আব্দুল মালেক। চরভদ্রাসনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি। নিয়ামতপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করে ইউএনও ইমতিয়াজ মোরশেদ। সোনাগাজীতে এলাকাবাসীর পক্ষ থেকে সাবেক এমপি হাজী রহিম উল্যাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জোবায়ের শাহ্ রিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জিয়া উদ্দিন চৌধুরী দিদার। পার্বতীপুরে কুচকাওয়াজে ইপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ইউএনও ফাতেমা খাতুন। রামগঞ্জে ইউএনও শারমিন ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবালের পরিচালনায় প্যারেডে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী। চুয়াডাঙ্গায় জাতীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় আরও ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। রাজারহাটে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মণ্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম। নওগাঁয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক গোলাম মওলা। এ সময় আরও ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। জয়পুরহাটে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এ সময় আরও ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তানোরে ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান ময়না। বড়াইগ্রামে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু। চরফ্যাশনে ইউএনও নওরীন হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। হোমনায় ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম। বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, ইউএনও রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান। চট্টগ্রামে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী। রাজশাহীতে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুরও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এছাড়া একই সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন শ্রদ্ধা জানান। এ সময় আরও ছিলেন বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বগুড়ায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। মতলবে ইউএনও একি মিত্র চাকমার সভাপতিতে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান। লামায় শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, পৌর মেয়র জহিরুল ইসলাম। রাঙামাটিতে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোশারাফ হোসেন খান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। চাঁদপুরে শহিদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

দেলদুয়ারে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান, ইউএনও শাকিলা পারভিন, উপজেলা আ.লীগ সভাপতি ফজলুল হক। গফরগাঁওয়ে সভায় সভাপতিত্ব করেন, ইউএনও মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, রেশমা আক্তার। ভূঞাপুরে ইউএনও মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার। টাঙ্গাইলে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমেদ, মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন সদর ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী। অপরদিকে সকালে জেলা আওয়ামী লীগের সম্পাদক জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) নেতৃত্বে র‌্যালি হয়েছে। শহিদদের শ্রদ্ধা জানান এমপি ছানোয়ার হোসেন, এমপি ছোট মনির, এমপি খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। বাগেরহাটে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপি ফরিদা আ?কতার বানু লুচি, জেলা প্রশাসক খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ্বাস। জামালপুরে শ্রদ্ধা জানান এমপি আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান। লালমোহনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ইউএনও তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, মেয়র এমদাদুল ইসলাম তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম। মধুপুরে ইউএনও মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী। ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্রাহ পনির, মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। মুক্তাগাছায় শ্রদ্ধা জানান এমপি কৃষিবিদ নজরুল ইসলাম, মেয়র বিল্লাল হোসেন সরকার, ইউএনও মাহমুদা হাসান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম