Logo
Logo
×

বাংলার মুখ

বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সম্মাননা-সংবর্ধনা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর- নাটোরের বড়াইগ্রামে দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোরের (পুসান) উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। পুসানের সভাপতি জিহাদ হাসানের সভাপতিত্বে বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মো. সাইদুর রহমান সম্মানিত অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ-সদস্য আবুল কালাম আজাদ, নীলফামারীর পুলিশ সুপার আমিরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার (উপসচিব) মোতাকাব্বির আহমেদ রাজু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রামের নাটোর জেলা সমিতির সভাপতি মোখলেছুর রহমান সপু ও সম্পাদক আব্দুস সোবহান, অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী (ইউএস) স্কুল ও কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।

বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ বদিউজ্জামান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি একরামুল হক, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টার। নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এসএসসি ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪৪টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ এনডিসি পিএসসি প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজক কমিটির আহ্বায়ক কর্নেল জিএম ফারুখের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত আইজি এসএম রুহুল আমিন, সাবেক শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম