Logo
Logo
×

বাংলার মুখ

আনন্দ-উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী

বিভিন্ন স্থানে নতুন পুরোনো বন্ধুদের সৌহার্দ্য-সাক্ষাৎ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল আজহার আনন্দকে পরিপূর্ণ করতে বিভিন্ন স্থানে বুধবার ও বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী হয়েছে। অনুষ্ঠানে নতুন-পুরোনো বন্ধুদের পদচারণা এবং সৌহার্দ্য-সাক্ষাতের মাধ্যমে ঈদের আনন্দ মিলনমেলায় পরিণত হয়। চলে আনন্দ আড্ডা, খাওয়া-দাওয়া, আলোচনা ও ছবি তোলা। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষার্থী নাট্যকার রামেন্দু মজুমদার। বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী লক্ষ্মীপুর-২ আসনের সংসদ-সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ-সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী প্রমুখ। বক্তৃতায় তারা স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। তাদের একমঞ্চে দেখে অনুপ্রেরণা পান জুনিয়ররা। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব কামরুল হাসান। সদস্য সচিব ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার রাতে এসএসসি ’৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ’৯২ বন্ধু ফোরামের আহ্বায়ক মহসীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব প্রবীর চক্রবর্তী। বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু জাফর, ইকবাল পাঠান, মাহমুদ পাটওয়ারী, জাহাঙ্গীর আলম মাহবুব, লিটন কুমার দাস, সেলিম হোসেন, নিগার সুলতানা, রসু মিয়া, আমির হোসেন, মইনুল হোসেন, খালেদ আকবর, রেজাউল করিম মাসুদ, মাহবুবুর রশিদ পাটওয়ারী প্রমুখ। জয়পুরহাটের কালাইয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েসন অব কালাই (ইউসাক)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী হয়েছে। কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত পুনর্মিলনীতে এসএসসি ও এইচএসসিতে এ প্লাস ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থী এবং ৪১ ও ৪২তম বিসিএসে নিয়োগ পাওয়া ১৫শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ইউসাকের সভাপতি আব্দুল্লাহ আল মোস্তাকিম নোমানের সভাপতিত্বে এবং সম্পাদক জিন্নাত আরা জেবিন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশ্যায়ার সহকারী অধ্যাপক স্বজন রহমান, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, শিরট্টি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী প্রমুখ। শরীয়তপুরের সরকারি ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয়ে এসএসসি-২০১২ ব্যাচের উদ্যোগে বুধবার ঈদ পুনর্মিলনী হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ খান, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মিয়া, জ্যেষ্ঠ শিক্ষক আসাফুদৌলা রতন ও সাবেক পৌর ভূমি অফিসার মোহাম্মদ তুহিন কাজি। পিরোজপুরের কাউখালীতে কেউন্দিয়া হাইস্কুল মাঠে বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী উৎসব হয়েছে। এতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ১০টি মসজিদের প্রথম স্থান অধিকারী ১০জন কিশোরকে একটি করে বাইসাইকেল প্রদানসহ আরও ১৪০টি পুরস্কার বিজয়ীদের মাঝে প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন ‘ইসলাম সেবক সংগঠন’-এর নেতারা। কেউন্দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মুঈন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক মনিরুল আলম সাবু, ব্যবসায়ী মুন্না তালুকদার, উজ্জল জমাদ্দার, ইউপি সদস্য মো. সাইদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম