নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন কেনো করারোপ ছাড়াই নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরে ১৯৫ কোটি ৪ লাখ ৭ হাজার ২৪৫ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এসএম মহসীন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, সংরক্ষিত নারী কাউন্সিলর শামীম আরা খানম শিল্পী, শিমুল চৌধুরী বেবী, কাউন্সিলর হেলিম আহমেদ, শামীম রেজা সরল খান, হুমায়ূন কবীর, শাকিল ঢালী, পৌর নির্বাহী ফারুক ওয়াহিদ, অধ্যাপক গোলাম রসুল তালুকদার প্রমুখ। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ ও বিজয় ভাস্কর্য নির্মাণ বাবদ ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ বছর নতুন করে কোনো করারোপ করা হয়নি। তিনি বাজেটের সব উন্নয়ন কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
