বিএনপির আনন্দ ও শান্তি মিছিল
ছাত্র-জনতা হত্যায় শেখ হাসিনার বিচার দাবি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থানে’ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল হয়েছে। এসব কর্মসূচি থেকে বক্তারা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার প্রতিবাদ বিক্ষোভকালে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে; তার জন্য পদত্যাগ করে পালানো শেখ হাসিনার বিচার দাবি জানানো হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : ফটিকছড়িতে বিজয় ও শান্তি মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী। উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন শাহীন, আবু তাহের সিদ্দিকী। পাইকগাছায় পথ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সভাপতি সেলিম রেজা লাকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল। লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আফনান পাটোয়ারী ও সাব্বির আহমেদের কবর জিয়ারত করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান। শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবার এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী। কমলনগরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, বিএনপি নেতা আবদুল ওয়াদুদ হাওলাদার।
