Logo
Logo
×

বাংলার মুখ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আদোলনের উপজেলা শাখার পক্ষ থেকে মেঘনা নদীর ভাঙনকবলিত হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার হাজিগঞ্জ বাজার ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আদোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রনেতা মো. রাকিব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. ইমরান নজির, ঢাকা মহানগর ছাত্রনেতা আশিকুর রহমান নাঈম, ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতা সৈরভ গাজী, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সহ-সভাপতি আবদুল হামিদ, শিক্ষক সাইফুল ইসলাম, জেএসডি ছাত্রলীগ নেতা আলাউদ্দিন ও ব্যবসায়ী আবু তাহের। উপস্থিত ছিলেন ছাত্রনেতা নেয়ামুল হাসান, ইব্রাহিম, আকবর, তানজিদ, শামীম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম