লক্ষ্মীপুরে অপহরণের দুই মাস পর ছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরে অপহরণের প্রায় ২ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. শাওন ও রাব্বিকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাবের সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারি জিরো পয়েন্ট এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ২ জনকে গ্রেফতার করা হয়। অপহৃতকে ধর্ষণের অভিযোগ রয়েছে। পরে গ্রেফতারকৃতদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। গ্রেফতার শাওন সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের চরভূতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ও রাব্বি একই এলাকার সবুজের ছেলে।