মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিভিন্ন স্থানে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ হয়েছে। এদিকে নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান: রাজশাহীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এতে ৫৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হাতে সম্মাননা ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। খাগড়াছড়িতে জেলা টাউন হলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ। চাঁদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। অনুষ্ঠানে ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন করা হয়। কাউনিয়ায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. মহিদুল হক। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুজয় সাহা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোল্লা প্রমুখ। চাটখিলে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), আকিব ওসমান, ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা জামায়াত আমির মাওলানা মহি উদ্দিন হাসান প্রমুখ। বড়াইগ্রামে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় বিশেষ অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। ফরিদগঞ্জে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান, প্রেস ক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। গোয়ালন্দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. নাহিদুর রহমান। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা। দাগনভূঞায় ইউএনও স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, ওসি মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এএসএম নূর নবী দুলাল, যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহের, দাগনভূঞা প্রেস ক্লাবের সম্পাদক কাজী ইফতেখারুল আলম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ। চরভদ্রাসনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মনিরা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী। ফুলবাড়ীতে ইউএনও মেহেরুমা তারান্নুমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ওসি মো. মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন। সিংড়ায় ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ। নাচোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সেক্রেটারি ইয়াহইয়া খালেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন। চুয়াডাঙ্গায় ডিসি সাহিত্য মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বাগাতিপাড়ায় ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বক্তব্য দেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, মডেল থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু। অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সব সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।