নান্দাইলে নারীকে ধর্ষণের ভিডিও ধারণ, ছবি প্রকাশ
যুবকের নামে মামলা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নান্দাইলে নারীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। আপত্তিকর সম্পর্কে জড়ানোর প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই নারী ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
জানা গেছে, মশুলি ইউনিয়নের দাপনহাটি গ্রামের সোহাগ মিয়া ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার সহযোগী শাহজাহান ওই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। ওই নারীর পরিবার লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে ধর্ষক সোহাগ মিয়া ধারণকৃত ধর্ষনের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পুনরায় ওই নারীকে ধর্ষণের কু-প্রস্তাব দিতে থাকে। এতে রাজি না হওয়ায় ‘রাজা রাজা’ নামে একটি ফেসবুক আইডিতে ওই নারীর নগ্ন ছবি ছেড়ে দেওয়া হয়। তাই বাধ্য হয়ে ওই নারী মামলা করেন।
