Logo
Logo
×

বাংলার মুখ

গাজায় গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

ইসরাইলি পণ্য বর্জন দাবি

Icon

যুগান্তার ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে বুধবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : পিরোজপুরে মানববন্ধনে সভাপতিত্ব করেন রব্বানীয়া মাদ্রাসার অধ্যক্ষ আহসান উল্লাহ। বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি ইয়াহইয়া হাওলাদার, রফিকুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, নজরুল আহসান প্রমুখ। রংপুরে বাংলা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান প্রমুখ। সিংড়ায় কলম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সামিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল হোসেন, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, যুগ্ম সম্পাদক কাজল সরকার। আখাউড়ায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ট্রেনের হর্ন বাজিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন পূর্বাঞ্চল রেলপথের লোকোমোটিভ মাস্টাররা। উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও লোকোরানিং কল্যাণ সমিতির সভাপতি কবির হোসেন ভূঁইয়া। বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সংগঠক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী। মেহেরপুরে প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর নেতৃত্বে তাদের পিকেটিং করতে দেখা যায়। পূবাইলে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। তারা ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান। দাগনভূঞায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। উপস্থিত ছিলেন সরকারি ইকবাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমজাদ হোসেন পারজেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ। ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাইম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সম্পাদক তরিকুল ইসলাম তারিক। সিলেটে ‘মার্চ ফর গাজা’ ঘোষণা করেছে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল। কেরানীগঞ্জে বক্তব্য দেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল গনি, সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মজিবুর রহমান। ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সন্তোষপুর দরবার শরিফ। বক্তব্য দেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এইচএম আনোয়ার মোল্লা, উপজেলা মডেল মসজিদের খতিব মাকসুদুর রহমান। বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। পৌর আমির আলমাস হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সাবেক থানা আমির আব্বাস আলী মাস্টার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম