Logo
Logo
×

বাংলার মুখ

এনায়েতপুরে এসএসসি পরীক্ষা

খাতা না দেখানোয় হাতুড়ি পেটা, সহপাঠীর মৃত্যু

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে এসএসসি পরীক্ষা চলাকালে খাতা না দেখানোয় ইমন হোসেন নামে এক পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং ইসলামপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। শুক্রবার বিকালে পুলিশ ইমনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইমনের ভাই আরাফাত, চাচা শহিদুল ও স্বজনরা জানান, ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে সহপাঠীরা ইমনের খাতা দেখে লিখতে চায়। ইমন খাতা না দেখানোয় পরীক্ষা শেষে তাকে মারধর করে সহপাঠীরা। পরদিন ১৮ এপ্রিল বিকালে ইমনের দুই সহপাঠী রাব্বি ও রাজিম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই দিন বিকালে ইমনকে আবারও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে সহপাঠীরা বাড়িতে ফোন দিয়ে জানায় ইমন দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে স্বজনরা ইমনকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে ইমনের মাথা ভেঙে যাওয়া খুলি জোড়া দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়িতে আনলে শুক্রবার তার অবস্থার অবনতি হয়। পুনরায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে ইমনের স্বজনরা এনায়েতপুর ও বেলকুচি থানায় গেলেও সীমানা টানাটানিতে কোনো থানাই সন্ধ্যা পর্যন্ত মামলা গ্রহণ করেনি। এদিকে ইমনকে বাড়ি থেকে রাব্বি ও রাজিম নামের দুই সহপাঠী ডেকে নিয়ে গেছে বলে হাসপাতালের প্রেসক্রিপশনে ইমন নিজেই একটি চিরকুটে লিখে রেখেছে। গ্রাম্য প্রধান মো. লাল মিয়া মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ৮-১০ জন মিলে ইমনকে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। কিন্তু কেন তাকে মারধর করা হয়েছে সেই বিষয়ে তিনি জানেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম