কমলগঞ্জে শ্বশুরপক্ষের বিরুদ্ধে জামাইকে হত্যার অভিযোগ
মাধবপুরে ছুরিকাঘাতে যুবক হত্যা * রামু গোয়ালন্দ বীরগঞ্জ সৈয়দপুর কলমাকান্দা ও কোম্পানীগঞ্জে আরও ছয় লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরপক্ষের বিরুদ্ধে জামাইকে হত্যার অভিযোগ করা হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। এছাড়া কক্সবাজারের রামু, রাজবাড়ীর গোয়ালন্দ, দিনাজপুরের বীরগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর, নেত্রকোনার কলমাকান্দা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে আর ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার তাদের লাশ উদ্ধার করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : কমলগঞ্জে ইকবাল মিয়া নামে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের অদূরে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা। নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে রাখে। ইকবাল বড়চেগ গ্রামের ইলিয়াছের ছেলে। জানা গেছে, একই উপজেলার ভেড়াছড়ি গ্রামের জনাব আলীর মেয়ে রিমা বেগমের সঙ্গে ৬ মাস আগে তিনি বিয়েরবন্ধনে আবদ্ধ হন। শুক্রবার ইকবাল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। ইকবালের ভাই আরমান আহমেদ বলেন, বিয়ের পর থেকেই ভাইয়ের পরিবারে অশান্তি ছিল। তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে শ্বশুর জনাব আলী বলেন, মেয়ে ও জামাইয়ের মধ্যে কোনো ঝগড়া-ঝাটি ছিল না। মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বিষ্ণুপুরে কুন্ডু মেলায় রোববার এ ঘটনা ঘটে। হোসেন মিয়া চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে। জানা যায়, কুন্ডু মেলায় ঘটনার দিন বিকাল সাড়ে ৩টায় বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধাওয়া করে। এ সময় রজব আলীপক্ষের লোকজন হোসেন মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তারেকুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। রামুতে রোববার সকালে নয়ন বড়ুয়া নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উখিয়ারঘোনা বড়ুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নয়ন ওই এলাকার মৃত মিতন বড়ুয়ার ছেলে। গোয়ালন্দে জিহাদ সরদার নামে এক যুবকের মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় এলাকায় পদ্মা নদী থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ সরদার স্থানীয় চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে। বীরগঞ্জ হাসপাতাল থেকে জীবন রায় নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। জীবন রায় নতুনহাট এলাকার ভৈরব রায়ের ছেলে। জীবন রায় রোববার সকালে নিজ শয়নকক্ষে ফাঁস দেয় বলে জানা গেছে। সৈয়দপুরে মাহমুদ নামে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের সাহেবপাড়া আমিন মোড় লিচু বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহমুদ সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে। কলমাকান্দায় অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সদরের মার্কাস মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে রোববার বিকেল চারটায় লাশটি উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জে ফারহানা আক্তার মিলি নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহাব উদ্দিন কমিশনারের বাড়ি থেকে শনিবার বিকালে এ লাশ উদ্ধার করা হয়। মিলি ওই বাড়ির কাতার প্রবাসী আবু সুফিয়ান শিপনের স্ত্রী।
