Logo
Logo
×

বাংলার মুখ

সিংড়ায় ফ্রিজে হাত দিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

মীরসরাই ডিমলা ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতাসহ ৩ জনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিংড়ায় পানি খাওয়ার জন্য ফ্রিজে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছে মাদ্রাসাছাত্রী। মীরসরাইয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জে মাটিতে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ডিমলায় গোয়ালঘরে তার ছিঁড়ে পড়ে কৃষকের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ফ্রিজ খুলে শিশু তাবাসসুমের আর তৃষ্ণা মিটানো হলো না। ফ্রিজে হাত দিতেই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। বুধবার রাতে নাটোরের সিংড়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তাবাসসুমের (৯) এর মৃত্যু হয়েছে। সে পৌর শহরের চাঁদপুর মহল্লায় রিকশাচালক আজিজুল হক ওরফে জুলহাসের মেয়ে ও বালুয়া বাসুয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল। জানা গেছে, পানি পিপাসা লাগায় তাবাসসুম ফ্রিজ খুলে পানি খেতে যায়। ফ্রিজে হাত দিতেই হঠাৎ একটি শব্দ শুনেন তার মা জ্যোস্না খাতুন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের মীরসরাইয়ে ৭নং কাটাছরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. অহিদুন্নবী (৩৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির আহম্মদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুন্নবী কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেতৈয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বাড়ির সেচ দিয়ে মাছ ধরার সময় তিনি পুকুরে পড়ে থাকা লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার মাটিতে পড়ে ছিল। ধান নিয়ে বাড়ি ফেরার পথে তাইজুল ওই তারে জড়িয়ে মারা যান। নীলফামারীর ডিমলায় শুক্রবার বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। জানা যায়, শুক্রবার সকালে গোয়ালঘর পরিষ্কারের সময় বিদ্যুতের তার শরীরে ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তালেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম