হত্যা ও নাশকতাসহ নানা অভিযোগ
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হত্যা ও নাশকতাসহ নানা অভিযোগে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করা হয়। যুগান্তরের পাঠানো খবর : রামগতিতে মঞ্জু রানী নামে এক নারীকে কুপিয়ে স্বর্ণালংকার লুটের মামলায় মহিন উদ্দিন নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিন রামগতি পৌরসভার ৩নং ওয়ার্ডের চর সেকান্দর গ্রামের তোফায়েলের ছেলে। বানারীপাড়ায় র্যাব-৮ এর সহায়তায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো-উন্দেরহাওলা গ্রামের মো. ডালিম, পার্শ্ববর্তী এলাকার মো. বাদশা এবং বরগুনা সদর উপজেলার শিয়ালিয়া নলটোনা গ্রামের মো. সেলিম সিকদার। গোয়ালন্দে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হোসেন প্রামানিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আবুল হোসেন প্রামানিক উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়ার মৃত ইমান প্রামানিকের ছেলে। বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। ওসি মো. আবুল কাশেম সরকার জানান, রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামি তানিমুল। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার মামলা রয়েছে। ভোলায় বোমা অস্ত্রসহ চরশামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. মাইনুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
