পূর্বধলায় যুবককে গলা কেটে হত্যা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পূর্বধলায় ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশে ধানক্ষেতে বস্তায় বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার যাত্রী ভাড়া নিয়ে বেরিয়ে নিখোঁজ হন রুবেল। বৃহস্পতিবার লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনিয়ে নিতে ওই যুবককে হত্যা করা হয়েছে। নিহতের বাবা আবুল কাসেম বলেন, বুধবার রাতে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার শুনতে পাই ধানের জমিতে আমার ছেলের লাশ পড়ে আছে। ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
