Logo
Logo
×

বাংলার মুখ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কণ্ঠে আবার লাগা জোর, আ.লীগের কবর খোঁড়’সহ নানা স্লোগান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি, ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। সংহতি প্রকাশ করেন গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরাও। কর্মসূচি থেকে ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’সহ নানা স্লোগান দেওয়া হয়। বক্তারা প্রায় একই সুরে আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ অ্যাখ্যা দিয়ে বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবি জানান। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : চাঁদপুরে মোহাম্মদ তামিম খানের সভাপতিত্বে এবং মো. জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন। ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আওয়ামী লীগ ফিরবে তবে রাজনীতিতে নয়, আসামি হয়ে বিচারের কাঠগড়ায় ফিরবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহিদের পরিচালনায় বক্তব্য দেন সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম, মহানগর হেফাজতে ইসলামীর সভাপতি মো. হাফেজ আবদুল্লাহ, রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ শেষে মুকুন্দগাতি মোড়ে পথসভা হয়েছে। সভাপতিত্ব করেন ছাত্রপ্রতিনিধি মুসা হাসেমি। ব্যবসায়ী আব্দুল আলীম রব্বানি, যুব নেতা রাসেল তালুকদার উপস্থিত ছিলেন। বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সিলেটে বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষোভ করেছে এনসিপি। রংপুরে সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আবুল মুনঈম, মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন। কর্মসূচিতে ইবির সমন্বয়ক এসএম সুইট, সহসমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মণ্ডল, ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, খেলাফত ছাত্র মজলিস ইবির সভাপতি সাদেক আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত উপস্থিত ছিলেন। হবিগঞ্জে সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা পলাশ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখপাত্র রাশেদা বেগম প্রমুখ। মৌলভীবাজারে বিক্ষোভে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী শাহিন ইকবাল, শফিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের নেতা শাহ মিছবাহ। শিবিরের বিক্ষোভে জেলা সভাপতি নিজাম উদ্দিন ও শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান অংশ নেন। কুমিল্লায় বিক্ষোভ সমাবেশে মহানগরী জামায়াতের নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন ও নগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান অংশ নেন। ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা শিহাব উদ্দিন তুহিনের পরিচালনায় বক্তব্য দেন জেলা ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ভৈরব শাখার আহ্বায়ক কায়জার আহমেদ, কিশোরগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিক। কুমারখালীতে জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস। প্রধান বক্তা ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সম্পাদক আব্দুল খালেক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম