Logo
Logo
×

বাংলার মুখ

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা

বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। ছাত্রদলের উদ্যোগে বুধবার এসব কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। যুগান্তর প্রতিনিধিরা জানান : ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। শাখা ছাত্রদলের সম্পাদক শাহরুখ নিলয় ফয়সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, যুগ্ম সম্পাদক রাফাত জোবায়ের, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সুমাইয়া ইসলাম মিনা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শেষে সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। বক্তব্য দেন ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক বোরহানউদ্দিন, সদস্য সচিব রকিবুল ইসলাম। কাউনিয়া কলেজ ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে। বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর, সম্পাদক মো. কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, সহসাংগঠনিক সম্পাদক হৃদয়, দপ্তর সম্পাদক মিথুন সদস্য রিয়াল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন শাখা ছাত্রদল নেতা ইনজাম শাওন, আশিক আহমেদ, মোশাররফ হোসেন, আরিফ হোসেন শান্ত, আজমাইন সাকিব প্রমুখ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সম্পাদক সোহেল রানা জনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম