Logo
Logo
×

বাংলার মুখ

ধুনটে নানাবাড়িতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

নলডাঙ্গায় নদীতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার * পটুয়াখালী ব্রাহ্মণপাড়া কলমাকান্দায় পানিতে ডুবল চারজন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধুনটে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু হয়েছে। নলডাঙ্গায় নদীতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া পানিতে ডুবে পটুয়াখালীতে স্কুলছাত্র, ব্রাহ্মণপাড়ায় দুই শিশু ও কলমাকান্দায় মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বগুড়ার ধুনটে নানার বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার পুকুরে গোসলের সময় ডুবে তামিম আহম্মেদ নামে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তামিম সদরপাড়া এলাকার আল মাহমুদের ছেলে। সে কাদাই আবু হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের গোডাউন সংলগ্ন লোহালিয়া নদীতে ডুবে শুক্রবার রাহুল সমাদ্দার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাহুল রাঙ্গাবালীর চরকাজল গ্রামের বাসিন্দা এবং লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবাদে সে লাউকাঠির চন্দ বাড়িতে থাকত। শুক্রবার গোসল করতে গিয়ে রাহুল নদীতে পড়ে যায়। ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে নুসরাত (৮) ও আরিয়ান (২ বছর ৯ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সদর ইউনিয়নের কল্পবাস (পূর্বপাড়া) সিদ্দিক মেম্বারের বাড়িতে নুসরাত এবং কাইমপুর গ্রামে আরিয়ানের মৃত্যু হয়। নুসরাত ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে। আরিয়ান কাইমপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে। নলডাঙ্গায় নদীর স্রোতে ভেসে যাওয়া ৮ বছরের শিশু রিমির লাশ ভেসে উঠেছে। ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে ভূষণগাছা এলাকায় শুক্রবার স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। এর আগে নানা বাড়িতে এসে বৃহস্পতিবার বিকালে বারনই নদীতে গোসলে গিয়ে ভেসে যায় ওই শিশু। সে নলডাঙ্গা পিপরুল গ্রামের সাইফুল ইসলামের নাতনী ও বাসুদেবপুর এলাকার কাঠমিস্ত্রি রবিউল ইসলামের মেয়ে। কলমাকান্দায় গোসলের সময় পানিতে ডুবে হাবিবুর রহমান নামে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আতকাপাড়া টাঙ্গাইল খালে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর ওই গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। সে আতকাপাড়া গ্রামের স্যায়িদুনা ওমর রা. হিফজুল কুরআন কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম