গারো পাহাড়ে হাতিপ্রেমের গল্প
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একমাস আগে বল্লমের আঘাতে পায়ে গভীর ক্ষত নিয়ে দলছুট হয় একটি বন্যহাতি। তিন পায়ে ভর করে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। বন বিভাগ, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি ও স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ১ মে নালিতাবাড়ীর বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকায় হাতিটি খুঁজে পেয়ে প্রথম দফায় চিকিৎসা দেয়। এরপর থেকে সাথীদের খুঁজে না পেয়ে পায়ে ক্ষত নিয়ে একাকি বনে ঘুরে বেড়ায় হাতিটি। তবে হাতিটির এই খারাপ সময়ে ভালোবাসা নিয়ে পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ বনবিভাগ ও শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ১৭ দিন পর বনের ভেতর থেকে খুঁজে বের করে রোববার দ্বিতীয় দফায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে প্রাণীটিকে। শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় যেন নতুন করে বুনছে হাতি-মানুষের ভালোবাসার গল্প।
