দোকানে টাকা চুরি
মদনে দুপক্ষের সংঘর্ষে আহত ১৮ সাত বাড়িতে লুট
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মদনে আলশ্রী গ্রামে মনোহারী দোকানে টাকা চুরির ঘটনা কেন্দ্র করে সোমবার দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৮ জন আহত হয়েছে। এর জেরে মঙ্গলবার রাতে এক পক্ষের সাত বসতঘর ভাঙচুর করে ঘরের যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এমন কি সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর পাঠ্য বই জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার সরেজমিন আলমশ্রী গ্রামে গেলে, দুলাল, তাপস, হিরণ মিয়া, ছেলাই, উজ্জল রুকেল ও ছোট্রন মিয়ারসহ সাত বসতঘর ভাঙচুর করার দৃশ্য দেখা যায়। এ সময় ক্ষতিগ্রস্তরা জানান, সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে আমশ্রী গ্রামের বাচ্চু, সুজা, শাহীন, আজম, রিজন, জাহান রুকন ও সংগ্রামের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন আমাদের সাত বসতঘর ভাঙচুর করে। এসময় তারা ঘরের যাবতীয় মালামাল ধান, চাল, আসবাবপত্র, নগদ টাকা লুট করে ও পাঠ্যপুস্তক আগুনে পুড়িয়ে দেয়। নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী অন্তর মিয়া জানান, আমি কোনো ঝগড়াতে জড়িত নাই। আমার বাবাও ঝগড়াতে গেছে না। এর পরেও কেন আমার বইগুলো আগুন দিয়ে পুড়েছে। আমাদের ঘরেও ভেঙে ফেলেছে। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এমন সংবাদের পরিপ্রেক্ষিতে এলাকায় পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ করেনি।
