Logo
Logo
×

বাংলার মুখ

ভাঙ্গুড়ায় আব্দুল গনি খুনের নতুন মোড়

টাকার লোভে হত্যা করে মাদকসেবী দুই কিশোর

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাঙ্গুড়ায় নৈশপ্রহরী কাম ইমাম আব্দুল গনি (৬০) হত্যা ঘটনায় নতুন মোড় নিয়েছে। বিয়ে না পড়ানোর জেরে নয়, বরং টাকার লোভে মাদকসেবী এক দুই কিশোর তাকে কুপিয়ে হত্যা করে। অভিযুক্ত ওই কিশোরকে পুলিশ বুধবার গ্রেফতার করেছে। তারা হচ্ছে-উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে হাবিব ও চণ্ডিপুর গ্রামের আছমত আলীর ছেলে আহাম্মাদ আলী। নিহত আব্দুল গনি ভাঙ্গুড়া সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরীর চাকরির পাশাপাশি ইমামতি করতেন। এছাড়া এলাকায় বিয়ে পড়ানোর কাজ করতেন। গত ৯ জুন রাতে ওই মাদ্রাসার কক্ষেই আব্দুল গনিকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে গ্রেফতারের পর হাবিব ও আহম্মাদ আলীকে বুধবার বিকালে পাবনার আমলি আদালতে সোপর্দ করা হলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পুলিশ জানায়, হাবিব ভিকটিম আব্দুল গনিকে নানা বলে ডাকত এবং সুসম্পর্কের কারণে মাঝে মধ্যে ওই মাদ্রাসায় তার সঙ্গে রাতযাপন করত। গনি তার চাকরির বেতনসহ অন্যান্য গচ্ছিত টাকা নিজের কাছেই রাখতেন এবং হাবিব এ বিষয়টি জানত। এরপর হাবিব তার অপর সহযোগী বখে যাওয়া কিশোর আহম্মাদ আলীর সঙ্গে আলোচনা করে এবং কীভাবে তার টাকাগুলো নেওয়া যায় সে পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় তারা দুজন ৯ জুন মধ্যরাতে চণ্ডিপুর ফুটবল মাঠে বসে ডেন্ডির (গাম) মাধ্যমে নেশা করে এবং গনির গচ্ছিত টাকা নেওয়ার জন্য তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক তারা গত ৯ জুন রাত সাড়ে ১১টার দিকে মাদ্রাসায় আব্দুল গনি থাকার কক্ষে যায় এবং হাবিব ভিকটিমের সঙ্গে মোবাইল ফোনে ওয়াজ দেখতে থাকে। এরই একপর্যায়ে আহম্মাদ আলী সুযোগ বুঝে কক্ষে থাকা ছেনি দিয়ে গনির মাথায় ও বাম পাশের চোয়ালে সজোরে আঘাত করে। পরে হাবিব কক্ষে থাকা দায়ের উল্টো পিঠ দিয়ে গনির মাথায় কয়েকটি আঘাত করে রক্তাক্ত জখম করে। উপর্যুপরি আঘাতে গনি অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে তারা দুজন মাদ্রাসা থেকে বেরিয়ে যায় এবং হাবিব বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভিকটিমের ছেলে আব্দুল বারিককে মোবাইল ফোনের মাধ্যমে জানায়, তার বাবাকে কে বা কারা কুপিয়েছে। তাৎক্ষণিক ভিকটিমের ছেলে বারিক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় হাবিবও তাদের সঙ্গে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় গনিকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সকালে আব্দুল গনি মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম