Logo
Logo
×

বাংলার মুখ

বাবাকে তাবলিগে পাঠিয়ে ২ মেয়ের অপহরণ নাটক

চুনারুঘাটের মন্নান চৌধুরী নারায়ণগঞ্জে উদ্ধার

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চুনারুঘাটের আলোনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে বাবা আব্দুল মন্নান চৌধুরীকে ৪০ দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে অপহরণের নাটক সাজিয়েছিল দুই মেয়ে। এরই অংশ হিসাবে প্রতিপক্ষের ১০ জনের বিরুদ্ধে থানায় মামলার পাশাপাশি সংবাদ সম্মেলন করে কান্নাজড়িত কণ্ঠে আব্দুল মন্নান চৌধুরীকে জীবিত উদ্ধারের দাবিও জানিয়েছিলেন তার মেয়ে শাহিনা আক্তার। তবে ঘটনার ১৪ দিন পর চুনারুঘাট থানার ওসি মো. নুর আলমের কৌশলী নেতৃত্বে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার রাজাপুর গ্রামের একটি মসজিদ থেকে শুক্রবার আব্দুল মন্নান চৌধুরীকে উদ্ধার করে অপহরণ নাটকের রহস্য উদ্ঘাটন করেন তিনি। পুলিশ ও মামলা সূত্র জানায়, ১৩ জুন রাতে প্রতিপক্ষের লোকজন আব্দুল মন্নান চৌধুরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তার সন্তানরা অভিযোগ করেন। এরপর থেকে মন্নান চৌধুরী নিখোঁজ রয়েছে; এমন অভিযোগ এনে ১০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন তার মেয়ে শাহিনা আক্তার। পরে ২৪ জুন চুনারুঘাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মন্নান চৌধুরীকে জীবিত উদ্ধারের দাবিও জানান তিনি। এদিকে, মামলার পর মূল রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে চুনারুঘাট থানা পুলিশ। ওসি মো. নুর আলমের নেতৃত্বে তৎপর হয়ে ওঠেন পুলিশ সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে, মন্নান চৌধুরী ফতুল্লাহ উপজেলার রাজাপুর গ্রামে অবস্থান করছেন। উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল মন্নান চৌধুরী জানান, ৪০ দিনের জন্য রাজাপুর গ্রামের মাস্টারবাড়ি জামে মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়ে ১৩ জুন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কেউ তাকে অপহরণ করেনি। অপর একটি সূত্র জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আব্দুল মন্নান চৌধুরীসহ তার পরিবারের বিরোধ রয়েছে। তাদের ফাঁসাতে ও হয়রানি করতে অপহরণের নাটক সাজিয়ে থানায় মামলা করেন তার দুই মেয়ে। এদিকে প্রশাসন যথাসময়ে সত্য ঘটনা উদ্ঘাটন করায় মামলার আসামিদের পরিবারে ফিরেছে স্বস্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম