রামগতিতে প্রেমিকের সঙ্গে গিয়ে লাশ হলো প্রবাসীর স্ত্রী
লামায় পর্যটকের লাশ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) ও বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রামগতিতে মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার নামে এক ওমান প্রবাসীর স্ত্রী। বুধবার সকালে চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেড়ির ওপর থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বুধবার সকালে রাস্তার উপর ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রিনা আক্তার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী। জানা যায়, মঙ্গলবার রাতে ওই নারী পরকীয়ার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে পরকীয়া প্রেমিক তাকে মেরে রাস্তায় ফেলে চলে যান। পরে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। এদিকে বান্দরবানের লামার মিরিঞ্জা ভ্যালি ডেঞ্জার হিল রিসোর্টের কটেজ থেকে বুধবার দুপুরে আনোয়ার হোসেন নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আনোয়ার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দার আবু তাহেরের ছেলে। স্থানীয়রা জানান, লামার মিরিঞ্জা ভ্যালি ডেঞ্জার হিল রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকালে ১০টায় লামা রিসোর্টে যায়।
