বন্দিদশা থেকে আক্কেলপুরে উদ্ধার ছোট মেয়ে
বড় মেয়ের মতো পালিয়ে বিয়ের আতঙ্কে ছিলেন বাবা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাবা-মার অমতে প্রথম মেয়ে লিমা আক্তার প্রেম করে পালিয়ে বিয়ে করায় দ্বিতীয় মেয়ে লিজা আক্তার (২০) কে গত প্রায় ৪ বছর ধরে নিজ বাড়িতে শয়নকক্ষে আটকে রাখেন বাবা এনামুল হক। যাতে প্রথম মেয়ের মতো দ্বিতীয় ছোট মেয়েও একই কাণ্ড করে সমাজে তাদের মুখে চুনকালি মেখে পালিয়ে যেতে না পারে-এ আশঙ্কায়। কেবল মেয়েকে বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে রাখাই নয়-তাকে মারধর ও গালমন্দ করা, মাথার চুল কেটে দেওয়া, ঘুমের ট্যাবলেট ও ইনজেকশন পুশ করার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে তার (বাবা এনামুল হকের) বিরুদ্ধে। দিনের পর দিন এমন বন্দিদশায় থেকে মানসিকভাবে ভারসাম্যহীন রোগীতে পরিণত হন মেধাবী লিজা। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে তার মানসিক অসুস্থতার প্রমাণ মেলে।
এমনি অবস্থায় অবশেষে পাড়া-প্রতিবেশীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকালে স্থানীয় থানা পুলিশের হস্তক্ষেপে নিজ বাড়ির আবদ্ধ বন্দিদশা থেকে মুক্ত হন লিজা।
তবে পাড়া-প্রতিবেশীদের উত্থাপিত সব অভিযোগ প্রত্যাখ্যান করেন বাবা এনামুল হক। তার দাবি-‘বড় মেয়ে লিমা ওইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় আমার মানসম্মানের অনেক ক্ষতি হয়েছে। ছোট মেয়ে লিজা ২০২১ সালে এসএসসি পাস করে। কিন্তু সে সুন্দর হওয়ায় আশপাশের ছেলেরা তাকে উত্ত্যক্ত করত। এ কারণে তার লেখাপড়া বন্ধ করে দিয়ে বাড়িতে রেখে দিয়েছি। তাকে নিরাপদে ও পর্দাশীল রাখতেই বাড়ির ভেতরে তালা দিয়ে রাখা হতো। আমার বিরুদ্ধে প্রতিবেশীদের ভুল ধারণা, মেয়ের হাত-পা বেঁধে রাখা বা তার প্রতি নির্যাতন করা হয়নি’।
