‘বাসরঘর’-এ ফুটে উঠল ফ্যাসিবাদের নির্মম চিত্র
যশোর ব্যুরো
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোর শিল্পকলা একাডেমিতে শনিবার রাতে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে মঞ্চস্থ হয় রাজনৈতিক নাটক ‘বাসরঘর’। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পরিবেশিত এই নাটকে ফুটে ওঠে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে গুম, খুন, নির্যাতনের নির্মম বাস্তবতা। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান। তিনি জানান, গত ১৭ বছরে গণতান্ত্রিক রাজনীতির ওপর চালানো দমন-পীড়নই নাটকের মূল উপজীব্য। একটি নবদম্পতির জীবনের শুরুতেই ছাত্রনেতাকে তুলে নেওয়ার মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে নাটকের পরতে পরতে উঠে আসে রাষ্ট্রীয় নিষ্ঠুরতার ছবি। প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। নাট্যকারদের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, ‘নাটকে বিগত সরকারের প্রতিচ্ছবি স্পষ্ট। ওই সময়ে কীভাবে একের পর এক গুম, খুন ও নির্যাতন করা হয়েছে; সেটা ফুটিয়ে তুলেছেন নিদের্শক।’ অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নাটক হলেও এটি বিগত সরকারের হাজারও বাস্তব ঘটনার প্রতিফলন। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি।’ নাটকে অভিনয় করেন সোহেল রানা, রুকাইয়া আলমসহ আরও অনেকে। দর্শকদের অনেকেই নাটকের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। নাটকের প্রতিটি দৃশ্যের সঙ্গে বিগত সাড়ে ১৫ বছরে নিজেদের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন অনেকে।
