Logo
Logo
×

বাংলার মুখ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. ইকবাল

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখার সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ড. ইকবাল যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বিছর নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করায় সর্বপ্রথম আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম