Logo
Logo
×

বাংলার মুখ

কলমাকান্দায় মুদি দোকানিকে ছুরির আঘাতে হত্যা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কলমাকান্দা উপজেলায় পুলিনুজ দারিং (৪৬) নামের এক মুদি দোকানিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে পুলিশ এ ঘটনায় আইয়ুব ম্রং নামের এক ব্যক্তিকে আটক করেছে। নিহত পুলিনুজ দারিং উপজেলার খারনৈ ইউনিয়নের খানৈই গ্রামের মৃত কালাদিওর ছেলে। তিনি বল মাঠ এলাকায় একটি মুদি দোকান চালাতেন। আর আটককৃত আইয়ুব ম্রং একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কেলন মিয়ার ছেলে।

জানা গেছে, পুলিনুজের কাছে আইয়ুব কিছু টাকা পাবেন। মঙ্গলবার দুপুরে সেই টাকা আনতে গিয়ে পুলিনুজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আইয়ুব পুলিনুজের পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আইয়ুব ম্রংকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম