রাজনগরে ঘাতকের স্বীকারোক্তি
সুদের টাকা ফেরত চাওয়ায় শাহানাকে হত্যা করা হয়
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজনগরে শাহানা বেগমকে শ্বাসরোধে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মূল ঘাতক মো. খলিল মিয়া ওরফে ফেছাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে হত্যার দায় স্বীকার করেন তিনি। ঘটনার প্রায় চার মাস পর সোমবার রাতে পুলিশ খলিল মিয়া ওরফে ফেছাদকে গ্রেফতার করে। ৩১ মার্চ সকাল ৬টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামের শাহানা বেগমকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্বজনরা পুলিশকে জানান, কারও ওপর তাদের কোনো সন্দেহ নেই, বিষয়টি স্বাভাবিক মৃত্যু। পরে পুলিশ লাশের সুরতহাল শেষে ১ এপ্রিল একটি অপমৃত্যু মামলা করে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্টে শাহানা বেগমকে গলা টিপে হত্যা করা হয়েছে নিশ্চিত হয়ে নিহতের মেয়ে বিউটি বেগম সোমবার থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অরূপ সরকার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মো. খলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল মিয়া জানান, নিহত শাহানা বেগম এলাকায় মানুষের কাছে সুদে টাকা দিতেন। তার সঙ্গেও শাহানা বেগমের সুদের টাকার লেনদেন ছিল। মূলত এ টাকা ফেরত চাওয়া নিয়ে শাহানা বেগমের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া ভিকটিমের বাড়িতে যান। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে শাহানাকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে গলায় চাপ দিয়ে হত্যা করেন।
