Logo
Logo
×

বাংলার মুখ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি

ইসলামী আন্দোলনের গণমিছিল-সমাবেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে কাউনিয়া, চরফ্যাশনসহ বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। যুগান্তর প্রতিনিধিরা জানান : কাউনিয়ায় মীরবাগ জুম্মারপাড় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণমিছিল বের করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গালর্স স্কুল মোড়ে সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশে রংপুরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহিদ হোসেন। উপজেলা সভাপতি মুহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হজরত আলী, ক্বারী আব্দুর রাজ্জাক। চরফ্যাশনে ইসলামী আন্দোলনে গণমিছিল হয়েছে। এতে দলটির এমপি প্রার্থী অধ্যাপক এএমএম কামাল উদ্দিন প্রধান অতিথি ছিলেন। বরিশালে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন। রাঙ্গামাটির কাউখালীতে গণমিছিল ও হয়েছে। উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা মো. বশির মিয়া, উপজেলা সম্পাদক মো. আমিন চান মিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিক, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি এমএম শহিদুল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম