Logo
Logo
×

বাংলার মুখ

বাবুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় কার্যক্রম ব্যাহত

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করা এবং স্কুল মেরামতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাবুগঞ্জ ৪৮নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা বেগমের বিরুদ্ধে। এতে বিদ্যালয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে অভিভাবক ও বিদ্যালয়ের ১৬ জন সহকারী শিক্ষক লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক উলটো হুমকি দিচ্ছেন-অভিযোগকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও বদলি করা হবে। এই স্কুল চলবে তার কথামতো। লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক আমেনা বেগম দীর্ঘদিন থেকে স্কুলে কোনো ক্লাস না নিলেও তিনি তুচ্ছ অজুহাতে ছাত্র, অভিভাবক ও সহকারী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করছেন। এমনকি স্কুলের আয়-ব্যয় হিসাব তিনি নিজেই করেন। স্কুলের উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ করাসহ নানা অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন মডেল স্কুলটি। দীর্ঘদিন থেকে একই স্কুলে চাকরি করার সুবাদে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৭ জন শিক্ষক। এর মধ্যে ১৬ জন নারী ও একজন পুরুষ শিক্ষক। ১৬ জন সহকারী শিক্ষক অসদাচরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক আমিনা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রধান শিক্ষক সব সময় আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। যা আমাদের পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে। কোনো নারী শিক্ষক ছুটিতে যেতে চাইলে তার স্বামীর অনুমতিপত্র ছাড়া কাউকে ছুটি দেন না। এমনকি স্কুলের ক্ষুদ্র মেরামতের কাজ না করে দুই লাখ টাকা তার নিজের মতো ভাউচার করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আমিনা বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আনার চেষ্টা করছেন। একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার করছে। ইউএনও ফারুক আহমেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম