ধামরাইয়ে টিকটক বানাতে গিয়ে বালকের মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাই পৌর শহরে ব্যতিক্রমধর্মী টিকটক বানাতে গিয়ে হরেক মণ্ডল (১২) নামে এক ক্ষুদে টিকটকারের মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। পায়ের নিচে গোসলের বালতি দিয়ে ফাঁসি দিচ্ছে এমন অভিনয় করার সময় পায়ের নিচ থেকে বালতি সরে গেলে গলায় ফাঁসি লেগে ওই ক্ষুদে টিকটকারের মৃত্যু হয়। বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে পৌর শহরের ঠাকুরপাড়া কৃষ্ণ মণ্ডলের বাড়িতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর শহরের পূর্ব কায়েতপাড়া এলাকার ঠাকুরপাড়া মহল্লার কৃষ্ণ মণ্ডলের ১২ বছরের ছেলে দুপুরে নিজ ঘরের ভেতর টিকটক বানাতে যায়। এ সময় ফাঁসির ড্রেসে অভিনয় করার সময় পায়ের নিচে গোসলের বালতি দেয় আর ঘরের সাথীদের সঙ্গে গামছা দিয়ে অভিনয় শুরু করে। আর সঙ্গে সঙ্গে গলায় ফাঁসি লেগে হরেক মণ্ডলের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এরপর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য পরিবারের লোকজন হরেক মণ্ডলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকগণ হরেক মণ্ডলের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই পরিবারে বইছে গভীর শোকের মাতম। হরেক মণ্ডলের মা-বাবা ছেলে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
