‘জঙ্গি নাটকের কারিগর’
ইবির সাবেক প্রক্টরের বরখাস্তের দাবিতে শিবিরের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর, আওয়ামীপন্থি শিক্ষক অধ্যাপক ড. মাহবুবর রহমানকে বরখাস্ত ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে শাখা ছাত্রশিবির। ক্যাম্পাসের জিয়া মোড় থেকে রোববার দুপুরে মিছিল শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক আল আমিন, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সাজিদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সাবেক প্রক্টরের বহিষ্কার এবং ছাত্র সংসদ চালুর দাবি জানান। পাশাপাশি একটি জাতীয় দৈনিকে ‘ভিন্নমত দমাতে ‘জঙ্গি নাটক’ সাজাতেন প্রক্টর মাহবুব’ শিরোনামে প্রকাশিত সংবাদের কাটিং ক্যাম্পাসে বিলি করা হয়।
সমাবেশে ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আওয়ামী শাসনামলে সাবেক প্রক্টর মাহবুব শিক্ষকের পরিচয়ে ছিলেন না, বরং শিক্ষার্থীদের দমন-পীড়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি অভিযোগ করেন, ‘পর্দা করা বোনকে জঙ্গি সাজানো, পরীক্ষার হল থেকে শিক্ষার্থীকে ধরে নিয়ে পুলিশে দেওয়া, মক্তব বন্ধ করে ইসলামী শিক্ষা ধ্বংসের চেষ্টা, রুমে পিস্তল রেখে মিথ্যা মামলা দেওয়া, এমনকি শিক্ষার্থীদের তুলে নিয়ে ক্রসফায়ারের প্রস্তুতি পর্যন্ত-সবকিছুতেই তার নাম রয়েছে।’ তিনি আরও বলেন, প্রক্টর মাহবুব বাদী হয়ে ৭০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছিলেন, যা এখনো নিষ্পত্তি হয়নি। অভ্যুত্থানের এক বছর পরেও প্রশাসনের সঙ্গে তার সখ্য প্রশ্নবিদ্ধ।
