Logo
Logo
×

বাংলার মুখ

বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিল সমাবেশসহ নানা কর্মসূচি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে সোমবার সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে র‌্যালি, সমাবেশ, গাছ বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : চট্টগ্রামে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। রংপুরে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব মো. আনিসুর রহমান লাকু। গজারিয়ায় র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, মো. রফিকুল ইসলাম, ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু। ক্ষেতলালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফকরুজ্জামান চৌধুরী রুমির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। বগুড়ায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, একেএম মাহবুবর রহমান, সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেল। নাচোলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আমিনুল ইসলাম। বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক আলী, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা। চাঁদপুরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক সেলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী। যশোরে ১৫টি ইউনিয়নে গাছের চারা বিতরণ করেছে বিএনপি। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা ছাত্রদলের সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। সুনামগঞ্জে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সম্পাদক কয়ছর এম আহমদ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। ফেনীতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার ও আবু তালেব। রাঙ্গামাটিতে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। খাগড়াছড়িতে জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্পাদক এম এন আবছার। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা আইনজীবী সমিতির সভাপতি বেদারুল ইসলাম। মাগুরায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, খান হাসান ইমাম সুজা। চুয়াডাঙ্গায় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সম্পাদক শরীফুজ্জামান শরীফ। হাইমচরে র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লা বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। বারইয়ারহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচিতে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উদ্বোধক ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। রাঙ্গুনিয়ায় র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার। বাগেরহাটে জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ সালামের নেতৃত্বে র‌্যালি শেষে সভায় বক্তব্য দেন সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, বিএনপি নেতা শেখ অহিদুজ্জামান দিপু। ময়মনসিংহে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। বরগুনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মণি। জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর সম্পাদক আসমা আজিজ, সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক নেতা এজেডএম সালেহ ফারুক, পাবলিক প্রসিকিউটর নুরুল আমীন। নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আসাদের সঞ্চালনায় ও সভাপতি জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে সভা হয়েছে। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, সহসভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম রফিক। টাঙ্গাইলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন। নেত্রকোনায় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সভা হয়েছে। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান। মনোহরদীতে সভায় প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন। শুকুন্দি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন। মানিকগঞ্জে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান। পিরোজপুরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। শরীয়তপুরে বিএনপির জেলা সহ-সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহাম্মেদ জিল্টু, কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল। ঝালকাঠিতে আহ্বায়ক সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান, সম্পাদক আনিসুর রহমান তাপু। জামালপুরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল। মাদারীপুরে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সর্দার। হবিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম। ভোলায় সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ। মনপুরায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির এক অংশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মফিজুর রহমান মিলন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, অপরদিকে কেন্দ্রীয় যুবদলের সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত অপর গ্রুপের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহ্বায়ক সামসু মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম। বাবুগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কামাল সরদার। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ?সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। ?সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পবিপ্রবির সভাপতি মো. আবুবকর সিদ্দিক। গৌরনদীতে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মনিরুজ্জামান মনির। আগৈলঝাড়ায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা প্রমুখ। মুন্সীগঞ্জে সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো. মহিউদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাবেক সভাপতি মো. মমিন আলী। নারায়ণগঞ্জে সমাবেশে বক্তব্য দেন-মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম