ভাইয়ের সঙ্গে বিয়ে না হওয়ায় ক্ষোভ
গৌরীপুরে মেহেদী রাঙা হাত দেখে শিক্ষিকাকে থাপ্পড়
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরে মঙ্গলবার এক শিক্ষিকার মেহেদী রাঙা হাত আর আঙুলে আংটি দেখে তাকে থাপ্পড় দিয়েছেন আরেক শিক্ষিকা। ভুক্তভোগী সহরবানু বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হারিছা আক্তার আঁখি এবং অভিযুক্ত ফারিয়া ইফাত পিংকী খান্দার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভুক্তভোগী শিক্ষিকা বলেন, মঙ্গলবার সকালে আটোরিকশাযোগে বিদ্যালয়ে যাচ্ছিলাম। প্রতিমধ্যে ওই অটোতে ওঠেন ফারিয়া ইফাত পিংকী। পারিবারিকভাবে তার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। সে প্রস্তাব পরিবারের পক্ষ থেকেই ফিরিয়ে দেওয়া হয়। অটোরিকশায় তিনি এমনভাবে বসছিলেন, যে আমি বসতে পারছিলাম না। একপর্যায়ে হাত দিয়ে উনাকে একটু সরতে বলায় তিনি হাতে মেহেদী আর আংটি দেখেই আমাকে থাপ্পড় মারেন। এ সময় অটোরিকশায় থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পথিক হাসান প্রান্ত এ ঘটনার প্রতিবাদ করলে ওই শিক্ষিকা থাকেও চড়-থাপ্পড় মারে। ঘটনার বিচার দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। অভিযুক্ত সহকারী শিক্ষক ফারিয়া ইফাত পিংকী জানান, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, অভিযোগ পেলে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
