Logo
Logo
×

ক্যাম্পাস তারুণ্য

শিক্ষার্থীদের জন্য ব্যাংক সলভেন্সি

Icon

আসিফ রায়হান

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে কানাডা পছন্দের শীর্ষে থাকা একটি দেশ। যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটিতে পড়তে আসেন তাদের শিক্ষার ব্যয়ভার, আবাসন, ট্রাভেল এবং অন্যান্য খরচের সক্ষমতা সাপেক্ষে স্টাডি পারমিট বা শিক্ষার অনুমতি দিয়ে থাকে সরকার। এবার বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতাবিষয়ক নীতিমালায় পবির্তন আনছে কানাডা সরকার। যা আগামী মাস (১ সেপ্টেম্বর ২০২৫) থেকেই কার্যকর হতে পারে। ফলে বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে যারা শিক্ষার্থী হিসাবে যেতে চান, তাদের ১ বছরে জীবনযাত্রার খরচ হিসাবে ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার আলাদাভাবে থাকতে হবে, যা আগে ছিল ২০ হাজার ৬৩৫ ডলার। এ অর্থ এক বছরের টিউশন ফি ও ট্রাভেল খরচ বাদে ব্যাংকে জমা থাকতে হবে এবং যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে।

একটি উদাহরণ

ধরুন, আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বছরে ২০ হাজার ডলার। তাহলে আপনার মোট সলভেন্সি দেখাতে হবে আনুমানিক।

* ২২ হাজার ৮৯৫ কানাডিয়ায় ডলার জীবনযাত্রার খরচ

* ২০ হাজার কানাডিয়ান ডলার টিউশন ফি

* ২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার ট্রাভেল ও অতিরিক্ত খরচ

* মোট খরচ ৪৫ হাজার ৩৯৫ কানাডিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ থেকে ৪২ লাখ টাকা। কানাডিয়ান ডলারের বিনিময় হারে এটি কমবেশি হতে পারে।

পরিবারসহ গেলে

আপনি একা গেলে দেখাতে হবে ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার। আপনার সঙ্গে যদি স্ত্রী বা স্বামী থাকেন, তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৮ হাজার ৫০২ ডলার। যদি আপনার সঙ্গে ১টি সন্তান থাকে, তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে ৩৫ হাজার ৪০ ডলার। যদি ২টি সন্তান থাকে, তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে ৪২ হাজার ৫৪৩ ডলার। প্রতি অতিরিক্ত সদস্যের জন্য ৬ হাজার ১৭০ ডলার অতিরিক্ত দেখাতে হবে। অর্থাৎ কেউ পরিবারসহ কানাডায় যেতে চাইলে বাংলাদেশের শিক্ষার্থীদের ৫০ থেকে ৬০ লাখ টাকার সমপরিমাণ ব্যাংক সলভেন্সি দেখাতে হতে পারে।

প্রক্রিয়া অনুসরণ

বিাংলাদেশের ব্যাংকে নিজের নামে টাকা জমা

কিানাডার ব্যাংকে জিআইসি (গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট)

* শিক্ষাঋণের প্রমাণ

স্পিন্সরশিপ লেটার (পরিবার বা আত্মীয়ের পক্ষ থেকে)

স্কিলারশিপ বা বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং ডকুমেন্ট

যারা ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের আগে আবেদন করবেন, তারা আগের নিয়ম অনুযায়ী ২০ হাজার ৬৩৫ কানাডিয়ান ডলার দিয়ে আবেদন করতে পারবেন। মনে রাখতে হবে যে ভুল তথ্য বা অসম্পূর্ণ ফান্ড ডকুমেন্ট দিলে আবেদন বাতিল হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম