Logo
Logo
×

ক্যাম্পাস তারুণ্য

স্বপ্ন, চেতনা আর আড্ডার ক্যাম্পাস

Icon

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্জন প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক স্বপ্নময় প্রাঙ্গণ; ত্রিশালের নামাপাড়ার বটতলায় দাঁড়িয়ে থাকা এ বিশ্ববিদ্যালয়ে পা রাখলেই যেন প্রাণ জেগে ওঠে। মন ভরে ওঠে সাহস ও সম্ভাবনায়। নজরুলের চেতনায় গড়া এ ক্যাম্পাস যেন এক জীবন্ত কাব্যগ্রন্থ। এখানে প্রতিটি দিন শুরু হয় নতুন স্বপ্ন, সাম্য ও মানবিক আকাঙ্ক্ষাকে সঙ্গী করে। এ বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং একটি আদর্শ, একটি আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি।

স্বপ্ন, চেতনা আর আড্ডায় মেতে থাকে এ ক্যাম্পাসের প্রাণবন্ত শিক্ষার্থীরা। নজরুল বিশ্ববিদ্যালয় যেন তারুণ্যের এক উদ্দীপ্ত চৌহদ্দি। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিশাত বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ যেন কবিতার চরণে বাঁধা। দেওয়াল, ক্লাসরুম, বারান্দা-সবখানেই ছড়িয়ে আছে নজরুলের চেতনা, সাম্যের দীপ্তি ও দ্রোহের আলো। তাই তরুণদের স্বপ্নের নোঙর হয়ে উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয়।’ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আরেক শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘ঐতিহাসিক বটগাছের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া-এ মুহূর্তগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিটি সকাল যেন সম্ভাবনার নতুন বার্তা নিয়ে আসে। ক্যাফেটেরিয়ার চা আর গল্পের আসরই যেন হয়ে উঠেছে আমাদের প্রাণের পাঠশালা।’

যেন বা জীবন্ত কবিতা : নজরুল বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়-এটি হৃদয়ের আবেগ ও শিল্পস্নাত জীবনের এক পরিপূর্ণ অভিব্যক্তি। সকালে ক্লাসে যাওয়া, লাইব্রেরির একাগ্রতা, বিকালে চারুদ্বীপে কবিতার মতো নীরবতা, আর সন্ধ্যায় সাংস্কৃতিক চর্চা-সব মিলিয়ে এখানে গড়ে ওঠে এক পরিপূর্ণ অনুভব। বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল থিয়েটার’, ‘শব্দকুঞ্জ’, ‘মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব’, ‘ডিবেটিং সোসাইটি’র মতো সহশিক্ষা সংগঠনগুলো শিক্ষার্থীদের বোধ ও সৃজনশীলতাকে করে তোলে আরও সমৃদ্ধ ও সংবেদনশীল। দেওয়ালে আঁকা কবিতার পঙ্ক্তি, বাতাসে ছড়িয়ে থাকা বিদ্রোহের চেতনা আর প্রেমের সুর; সব মিলিয়ে এ বিশ্ববিদ্যালয় যেন এক জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি ধ্বনি ও দৃশ্যেই বাজে নজরুলের অনুপ্রেরণা।

জান্নাত, তানভীর, ফাহমিদা, আরিফুল ও আনাস-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত এ শিক্ষার্থীদের মতে, ‘পাঠ্যপুস্তক আমাদের গড়ে তোলে যুক্তির মানুষ হিসাবে। আর ক্যাম্পাস শেখায় কীভাবে মানবিক হওয়া যায়, স্বপ্নের ডানা মেলে কীভাবে উড়তে হয়। আর সেখানেই নজরুল বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে স্বপ্ন ও চেতনার সম্মিলনে এক কাব্যময় প্রাঙ্গণ।’

স্বপ্ন দেখার সাহস : নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেওয়াল যেন স্বপ্ন দেখায়, সাহসের অনুপ্রেরণা জাগায়। এখানকার শিক্ষার্থীরা শুধু নিজের জন্য নয়, গোটা বিশ্ববিদ্যালয়ের গর্ব হয়ে উঠছে সাহিত্য, বিতর্ক ও গবেষণার সাফল্যে। প্রতিদিনই এখানে কিছু না কিছু শেখার থাকে-চিন্তার নতুন জানালা খোলে। ক্লাসরুম, বারান্দা, লাইব্রেরি কিংবা মুক্তমঞ্চ-সবখানেই যেন সৃজনশীল চিন্তার প্রতিফলন দেখা যায়। এ বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীর আত্মবিকাশের ক্ষেত্র-এখানেই তারা আবিষ্কার করে নিজের ভেতরের সুপ্ত প্রতিভা। নজরুলের বিদ্রোহী চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা হয়ে ওঠে স্বপ্নচারী চিন্তক। যারা প্রশ্ন তোলে, লড়ে এবং এগিয়ে যায় আলোকিত ভবিষ্যতের দিকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম