দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া
পিন্ডির বৃষ্টি ম্যাচের পিন্ডি চটকে দিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুদিনের বিরতি শেষে আবার বৃষ্টি ফিরল রাওয়ালপিন্ডিতে। সোমবার রাতে শুরু হওয়া অসময়ের বৃষ্টিতে ভিজে একশা শোয়েব আখতারের শহর। তাতে কোপ পড়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ। টসই হয়নি। মঙ্গলবার সারা দিন একটুও বিশ্রাম নেয়নি নাছোড়বান্দা বৃষ্টি। কোনোভাবেই অন্তত ২০ ওভারের ম্যাচ হওয়ারও সুযোগ দেয়নি মেঘেঢাকা আকাশ। অগত্যা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুদলকেই সমান এক পয়েন্ট করে পেয়ে সন্তুষ্ট থাকতে হলো। ফলে আজকের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ কার্যত নকআউটে পরিণত হয়েছে। এই ম্যাচের পরাজিতরা বাংলাদেশ ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসাবে বিদায় নেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এ-গ্রুপ থেকে টানা দুই জয়ে ভারত ও নিউজিল্যান্ড নিশ্চিত করেছে শেষ চার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল বি-গ্রুপের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই গ্রুপের সমীকরণ কঠিন হয়ে গেল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিট ছিল ম্যাচ শুরুর শেষ সময়। তার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার শেষ আট ম্যাচের চারটি পরিত্যক্ত কিংবা ফলশূন্য রইল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুদলই অপরাজিত। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছে তারা সমান তিন পয়েন্ট করে নিয়ে। তবে নেট রানরেটে (+২.১৪০) এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রানরেট +০.৪৭৫। এই গ্রুপের তৃতীয় স্থানে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ইংল্যান্ড পয়েন্টশূন্য। তাদের নেট রানরেট -০.৪৭৫। আফগানিস্তানও কোনো জয় পায়নি। -২.১৪০ নেট রানরেটে তারা সবার নিচে।
