দেড় বছর পর ব্রাজিল দলে নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর ধীরে ধীরে স্বরূপে ফিরছেন নেইমার। চোটমুক্ত হয়ে এবার প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেন ইতিহাসের
সবচেয়ে দামি ফুটবলার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য নেইমারকে নিয়ে ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এখান থেকে ২৩ জনকে নিয়ে ৭ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত দল।
প্রাথমিক দলে ডাক পাওয়ায় চূড়ান্ত দলেও নেইমার থাকবেন বলে মনে করা হচ্ছে। সান্তোসের জার্সিতে সবশেষ ম্যাচে এক গোল ও জোড়া অ্যাসিস্টের পর নেইমার জানান, শারীরিকভাবে তিনি এখন পুরো ফিট। ব্রাজিলের হয়ে তিনি সবশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সেই ম্যাচে পাওয়া চোটে এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফেরার পর আল হিলাল ও সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচ খেললেও শতভাগ ফিট না হওয়ায় এতদিন তাকে জাতীয় দলে বিবেচনা করেননি দরিভাল জুনিয়র। নেইমারের অপেক্ষা ফুরাতে যাচ্ছে এ মাসেই। আগামী ২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
