Logo
Logo
×

রাজধানীর খবর

কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর হাজারীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ অবশেষে যৌথবাহিনীর অভিযানে ধরা পড়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডন সাগরকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করত। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম